বিচ্ছিন্ন দ্বীপরাষ্ট্র বাদে বড় দেশগুলোর মধ্যে জনসংখ্যার ঘনত্বের দিক বিবেচনায় বাংলাদেশ পৃথিবীর সর্বোচ্চ আসনে আসীন। এত বিশাল জনগোষ্ঠীর একটা বিরাট অংশ জন্মায় বিশেষ চাহিদা নিয়ে। যাদের মধ্যে বেশিরভাগই বাক ও শ্রবণ ক্ষমতা ছাড়াই বেড়ে উঠতে থাকে। আবার শব্দ দূষণ কিংবা স্ট্রোকের মতো কিছু কারণে মানুষ হারায় বাক ও শ্রবণশক্তি।

shono bangladesh hearing and speech pointরাজধানীর মাটিকাটায় অবস্থিত শোনো বাংলাদেশ’র কার্যালয়

এই মানুষগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ক্ষেত্রে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখনো রয়েছে অনীহা ও অসচেতনতা। এর অন্যতম একটা কারণ হলো- বাক ও শ্রবণশক্তি নিয়ে কাজ করা পেশাদার জনবলের অভাব। কিন্তু সময় পাল্টেছে, মানুষও আগের তুলনায় সচেতন হয়েছে। দিনকে দিন এই প্রফেশনে দক্ষ ও মানসম্পন্ন প্রফেশনালসদের সংখ্যা বাড়ছে।

বেশ কয়েক বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’ এর অধীনে উন্মোচিত হয়েছে ‘অডিওলোজি এন্ড স্পীচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি’ বিষয়ক উচ্চশিক্ষার দ্বার। যার ফলে আমাদের দেশেই এখন দক্ষ অডিওলোজিস্ট ও স্পীচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজিস্ট পাওয়া যাচ্ছে। এখন বাক অথবা শ্রবণ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমাদের আর বিদেশ-বিভুঁইয়ে ছুটবার কোনো প্রয়োজন নেই। আমাদের হাতের নাগালেই পেয়ে যাবো আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা সেবা ও থেরাপি। সেরকমই একটি প্রতিষ্ঠান ‘Shono Bangladesh Hearing and Speech Point’.

shono bangladesh hearing and speech point innerরাজধানীর মাটিকাটায় অবস্থিত শোনো বাংলাদেশ’র কার্যালয়

সদ্য যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একমাত্র সার্টিফাইড অডিওলজিস্ট এবং স্পীচ থেরাপিস্ট দ্বারা পরিচালিত। শোনো বাংলাদেশ-এর হাত ধরে এই প্রথম শ্রুতিবিদ্যায় সর্বোচ্চ ডিগ্রিধারী ও বিদেশ হতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অডিওলজিস্ট বা শ্রুতিবিদ্যার সাথে পরিচিত হলো বাংলাদেশ। যার ফলে শ্রবণশক্তিহীন অথবা শ্রবণশক্তি হ্রাস পাওয়ার দরুন ইন্দ্রিয়গত ভারসাম্য হারিয়ে ফেলা মানুষগুলো দেখতে পাবে আশার আলো। সূচনা হবে এক নতুন দিগন্তের।

শোনো বাংলাদেশ থেকে সেবা নিয়ে ইতোমধ্যে অনেকে পেশেন্ট স্বাভাবিক জীবন ফিরে এসেছেন। তেমনই কয়েকজন অভিভাবক ও একজন পেশেন্টের প্রতিক্রিয়া হুবহু তুলে ধরা হলো।

১. আমি রোকেয়া(ছদ্মনাম), আমি একজন গৃহিণী। আমার একটি ছোট ছেলে সন্তান আছে। ৬ মাস বয়স হতেই বুঝতে পারি তার শ্রবণশক্তি নেই। সে শ্রবণক্ষমতা ছাড়াই বেড়ে উঠছিল। তারপর Shono Bangladesh Hearing and Speech Point এর অডিওলজিস্ট থেকে জানতে পারি, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে বিনামূল্যে কক্লিয়ার ইমপ্ল্যান্ট করায়। কক্লিয়ার ইমপ্ল্যান্ট সার্জারি সম্পন্ন হওয়ার পর সে যখন নতুন করে শ্রবণ ক্ষমতা ফিরে পেল, তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো তার স্বাভাবিক বাকশক্তি ফিরিয়ে আনা। সেজন্য দরকার ছিল দক্ষ অডিটরি ভার্বাল থেরাপিস্ট, যারা বিশেষভাবে Auditory Verbal Therapy(AVT)-তে পারদর্শী। আবারও শোনো বাংলাদেশ-এর শরণাপন্ন হই এবং তাদের কাছ থেকে AVT থেরাপি নিয়ে আমার শিশুটি এখন অন্য আর ১০টি শিশুর মতোই স্বাভাবিকভাবে শুনতে ও বলতে পারে। আমি Shono Bangladesh Hearing and Speech Point এর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

২. আমি হুমায়ুন (ছদ্মনাম), একজন গার্মেন্টস ব্যবসায়ী। দীর্ঘদিন ধরেই আমি কানে কম শুনছিলাম। দূরের কথা বুঝতে সমস্যা হতো। অনেক জায়গা থেকে হেয়ারিং এইডের সেবা নিয়েছি। কিন্তু কোনোটাই আরামদায়ক হচ্ছিল না। সমস্যা যেন আরো বেড়ে যাচ্ছিল। তারপর হঠাৎ Shono Bangladesh Hearing and Speech Point এর সন্ধান পাই। যেহেতু তারা বাংলাদেশের একমাত্র স্বীকৃত অডিওলজিস্ট, ভাবলাম একটা শেষ চেষ্টা করে দেখি। এরপর তারা আমার হেয়ারিং টেস্ট করলেন। হেয়ারিং লস অনুয়ায়ী হেয়ারিং এইড বা কানে শোনার যন্ত্র দিলেন। এখন আমার শ্রবণশক্তি একদম স্বাভাবিক।

এর কারণ— তাদের কানে শোনার যন্ত্রগুলো হাই পাওয়ারফুল, যার ফলে যেকোনো ধরনের লস বা একদম শুনতে না পাওয়া ব্যাক্তি ও শব্দ শুনতে ও বুঝতে পারেন। হিয়ারিং এইড বা কানে শোনার যন্ত্রের প্রধান সমস্যা অন্য ব্যাকগ্রাউন্ড শব্দ বেশি থাকার কারণে কথা বুঝতে না পারা। তাদের হিয়ারিং এইড- এ রয়েছে বিভিন্ন পরিবেশে অটোমেটিক প্রোগ্রাম, যার মাধ্যমে চেঞ্জ হবে এমন সুবিধা যাতে করে সহজে যেকোনো শব্দ যুক্ত বা শব্দ মুক্ত পরিবেশে খুব সহজে কথা বুঝা যায়।

তাছাড়া হিয়ারিং এইডের যাবতীয় রক্ষণাবেক্ষণ, রিপেয়ারিং, শ্রবণশক্তি লোপ পাওয়ার উপর ভিত্তি করে প্রোগ্রাম পরিবর্তন ইত্যাদি সব রকম সেবা তাদের কাছে পাওয়া যাচ্ছে। যা বাংলাদেশের আর কোথাও থেকে আমি পাইনি। আমি Shono Bangladesh Hearing and Speech Point এর সর্বাঙ্গীন সফলতা কামনা করছি।

শোনো বাংলাদেশের সেবাসমূহ

১. সকল ধরনের হিয়ারিং টেস্ট। (BERA, ABR, ASSR, OAE, PTA, IMP, SRT, Aided Audiogram)

২. স্পীচ থেরাপি

৩. অডিটরি ভার্বাল থেরাপি

৪. হিয়ারিং এইড

৫. কক্লিয়ার ইমপ্ল্যান্ট

৬. নিউ ব্রন বা নবাগত শিশুর হিয়ারিং স্কিনিং

যোগাযোগ 

ঠিকানা- ৬৫/ক (৩য় তলা) মাটিকাটা- ইসিবি চত্ত্বর রোড। বায়তুন নুর জামে মসজিদের উত্তর পাশে। ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা ১২০৬। ফোন: +৮৮০১৭৭৪-৯১০৭৯১, +৮৮০১৪০৬-৩০৩০৯০।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.