ইউরোপে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমতে শুরু করায় জার্মানিতে মাঠে গড়িয়েছে বুন্দেসলিগা। স্পেনের লা-লিগা, ইতালির সিরি-এ, যুক্তরাজ্যের ইংলিশ প্রিমিয়ার লীগ ও ইউরোপব্যাপী চ্যাম্পিয়নস লিগ যেকোনো সময় চালু হতে পারে। এর মানে খুব শিগগিরই মেসি, রোনালদো, নেইমার, সালাহর মতো তারকা ফুটবলারদের খেলা দেখতে পারবে বিশ্ব। আজকে আমাদের আয়োজন ইউরোপের এসব লিগে খেলা আরব অঞ্চলের সেরা ১০ ফুটবলারকে নিয়ে। চলুন দেখে নেই কে কোন ক্লাবে খেলছেন।

arabiyan footballers palying in europeআরব অঞ্চলের সেরা ১০ ফুটবলার যারা ইউরোপে খেলেন

১০. আলী আল-হাবসি

উপসাগরীয় অঞ্চল থেকে তিনিই হয়তো একমাত্র ফুটবলার, যিনি এই তালিকায় স্থান করে নিয়েছেন। ওমান জাতীয় দলের হয়ে খেলা এই প্রতিভাবান বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েস্ট ব্রোম ক্লাবে খেলছেন। এর আগে তিনি এই লিগের বোল্টন, উইগ্যান, ব্রাইটোন এবং রিডিংয়ের মতো নামী ক্লাবে খেলেছেন।

স্থানীয় ক্লাব আল-মুধাইবার মাধ্যমে নিজের আনুষ্ঠানিক খেলা শুরু করা এই তরুণ সর্বত্র জনপ্রিয় ও প্রশংসিত। নিজ দেশ ওমান ও সমগ্র গাল্ফ অঞ্চলের হিরো ও রোড মডেল মনে করা হয় তাকে।

ali al habsi oman আলী আল-হাবসি

৯. মিডো

মিশরের এই ফুটবলার ইউরোপের বিভিন্ন লিগে খেলেছেন। তার প্রথম ইউরোপীয় দল বেলজিয়ামের গেঙ্ক। এরপর সেখান থেকে তাকে নেদারল্যান্ডসের বিখ্যাত আয়াক্স কিনে নেয়। এখানে এসে তিনি ইব্রাহিমোবিচের মতো তারকা ফুটবলারের সঙ্গে খেলেছেন।

midoমিডো

এ ছাড়া মিডো মার্সেল, রোমা, টটেনহাম, মিডেলসবার্গ, ওয়েস্ট হ্যামের মতো ইউরোপের নামী ক্লাবেও খেলেছেন তিনি।

৮. হাকিম জিয়েচ

hakim ziyechহাকিম জিয়েচ

ডাচ বংশোদভূত এই ফুটবলার খেলেন মরক্কোর হয়ে। ২০১৬ সালে আয়াক্সে যোগদান করেন। ২০১৮-১৯ মৌসুমে তার পারফর্ম্যান্স ছিলো চোখ ধাঁধানো। যার দরুন ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব চেলসি তাকে ৪০ মিলিয়ন ইউরোর বিনিময়ে নিজেদের দলে ভেড়ায়। আগামী মৌসুম থেকে তাকে চেলসির জার্সিতে খেলতে দেখা যাবে।

৭. আশরাফ হাকিমি

মরোক্কর এই ফুটবলার রিয়েল মাদ্রিদে প্রায় এক যুগ বয়সভিত্তিক ফুটবল খেলেছেন। গত দুই মৌসুম ধরে তিনি জার্মানির বুন্দেসলিগায় বুরুসিয়া ডর্টমুন্ডের হয়ে ধারে খেলেছেন।

achraf hakimiআশরাফ হাকিমি

ধারের মেয়াদ শেষ হওয়ায় নিজের ক্লাব রিয়াল মাদ্রিদে আবার ফিরে এসেছেন। এখন কোচ জিনেদিন জিদান ইচ্ছে করলেই তাকেই মূল একাদশে খেলাতে পারেন।

৬. আব্দেলকরিম মেরি (ক্রিমাউ)

তিনিই আরবদের মধ্যে প্রথম ফুটবলার, যিনি ইউরোপের লিগে এসে সুনাম কুড়িয়েছেন। তিনি তার পুরো ক্যারিয়ার জুড়েই ফ্রেঞ্চ লিগে খেলেছেন। সেখানেই তাকে ক্রিমাউ নামটি উপাধি দেয়া হয়েছে।

abdelkrim merryআব্দেলকরিম মেরি (ক্রিমাউ)

মরক্কোর এই ফুটবলার জাতীয় দলের হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে তার দেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়। 

৫. নৌরেদ্দিন নায়বেত

নব্বই দশকের দিকে এই মরক্কোকান ফুটবলার দেশের হয়ে ১৯৯৪ ও ১৯৯৮ সালের বিশ্বকাপ খেলেছেন। স্প্যানিশ লা লিগায় খেলেছেন দেপোর্তিভো লা করুনা ক্লাবে। সেখানে তিনি একটি লা-লিগা শিরোপা, একটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন।

noureddine naybetনৌরেদ্দিন নায়বেত

এর পর তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের টটেনহামে দুই মৌসুম খেলেছেন। তবে ভক্তরা তাকে দেপোর্তিভো লা করুনাতে খেলার কথাই বেশি মনে রেখেছেন।

৪. মেহদি বেনাতিয়া

তিনিও মরক্কোর ফুটবলার। তার ক্যারিয়ার শুরুই ইউরোপে। শুরু করেছিলেন মার্সেল ক্লাবে। এরপর ইতালির রোমা-তে নিজের স্থান করে নেন।

mehdi benatiaমেহদি বেনাতিয়া

ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে তিনি বায়ার্ন মিউনিখ ও জুভেন্টাসের মতো ক্লাবে খেলেছেন। ২০১৮ সালের বিশ্বকাপে নিজ দেশের হয়ে খেলার সৌভাগ্য হয়েছিল তার।

৩. রিয়াদ মাহরেজ

অনেকেই চিনেন এই আলজেরিয়ান উইঙ্গারকে। ২০১৫-১৬ মৌসুমে লিস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের অনেক বড় দলকেই তকমা লাগিয়েছেন তিনি। এরপর যোগ দেন ম্যানেস্টার সিটিতে।

riyad mahrezরিয়াদ মাহরেজ

এখন পর্যন্ত একাধিক শিরোপা নিজের ঝুলিতে ফেলতে সক্ষম হয়েছেন এই উইঙ্গার। তিনি স্বল্প কয়েকজন খেলোয়াড়ের একজন, যারা একাধিক ক্লাবে খেলে প্রিমিয়ার লিগ শিরোপা হাতে নিয়েছেন।

২. রাবাহ মাদজের

তিনিই প্রথম আরব অঞ্চলের ফুটবলার, যিনি ইউরোপীয় লিগে নিজের প্রভাব দেখাতে পেরেছিলেন। ১৯৮২ সালের বিশ্বকাপে পশ্চিম জার্মানিকে ২-১ গোলে হারিয়েছিল তার দেশ আলজেরিয়া। 

rabah madjerরাবাহ মাদজের

এরপর ১৯৮৩ সালে তিনি ফ্রান্সের রেসিং ক্লাবে যোগদান করেন। এরপর যোগদান করেন পর্তুগিজ ক্লাব পোর্তো-তে। সেখানে তিনি ১৯৮৭ সালে ইউরোপিয়ান কাপ জিতেন।

১. মোহাম্মদ সালাহ

এই ফুটবলারকে চিনেন না এ রকম ফুটবলপ্রেমি বর্তমানে নেই। আরব অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় তিনি। মিশর জাতীয় ফুটবল দলের অধিনায়ক ইউরোপে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সুইডেনের বাসেল ফুটবল ক্লাব থেকে। তারপর যোগদান করেন চেলসিতে। সেখানে নিজের ফর্ম নিয়ে অনেক ভুগতে হয়েছে সালাহকে।

mohhamad salahমোহাম্মদ সালাহ

২০১৭ সালে চলে আসেন লিভারপুলে। জার্গেন ক্লপের কোচিংয়ে নিজেকে নতুন রূপে ফেরেন সালাহ। নিজেকে নিয়ে যান বিশ্বসেরা ফুটবলারদের কাতারে। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ তুলেছেন নিজের পকেটে। মেসি, রোনালদোর মতো তারকাদের সঙ্গে তুলনা শুরু হয় তার।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.