আপনি পড়ছেন

লেখকদের মতে একজন মানুষকে সবকিছু থেকে পালাতে সাহায্য করে গল্প, উপন্যাস বা সাহিত্য। ইংরেজি ভাষায় যাকে বলা হয় ‘এস্কেপিজম’। এই পালিয়ে যাওয়ার বিষয়টি অন্য যেকোনো শিল্পের চেয়ে তীব্র ও শক্তিশালী।

books in libreary

বর্তমান সময়ে অনেকের মধ্যেই আকারে বিশাল বা মোটা বইগুলো পড়ার ক্ষেত্রে অনীহা দেখা যায়। তবে ই-রিডারের এই যুগে হাজার হাজার শব্দকে পকেটে নিয়ে চলা অনেকটাই সহজ।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক সাহিত্যের দুর্দান্ত কয়েকটি উপন্যাসের নাম, যা সবার পড়ার তালিকাতেই থাকা উচিত।

১. হারম্যান মেলভিলের ‘মোবি-ডিক (দ্য হায়েল)'

যুক্তরাষ্ট্রের লেখক মেলভিলের ৭২০ পৃষ্ঠার বই ‘মোবি-ডিক (দ্য হোয়েল)' এক অনবদ্য সৃষ্টি। কেন্দ্রীয় চরিত্র আহাবকে ঘিরে গড়ে উঠেছে এই বইয়ের গল্প। হোয়েলিং শিপ ‘পিকোড’ এর ক্যাপ্টেন হলেন আহাব। বিশালাকার হোয়াইট স্পার্ম তিমির বিরুদ্ধে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। কারণ এই তিমি তার হাঁটুর নীচ থেকে পায়ের অংশ নিয়ে গেছে।

mobi dick

এজন্য তিনি পাগলের মতো সাগরে সেই তিমির অনুসন্ধান করে চলেন আহাব।

গল্পের বর্ণনাকারী হলেন ইসমায়েল নামে এক নাবিক। এই বইয়ের অন্যতম জনপ্রিয় উক্তি হলো "আমাকে ইসমায়েল বলে ডাকুন।"

পাণ্ডিত্যপূর্ণ, গভীর অর্থবহ এবং যুক্তরাষ্ট্রের অন্যতম জনপ্রিয় উপন্যাস হিসাবে বিবেচিত হয় ‘মোবি-ডিক (দ্য হোয়েল)' বইটি।

২. হানিয়া ইয়ানাগিহারার 'আ লিটল লাইফ'

ম্যান বুকার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল এই বইটি। উপন্যাসটি গড়ে উঠেছে চার বন্ধুর জীবনের গল্পকে ঘিরে। কলেজ থেকে স্নাতক শেষ করে তারা অনেক বড় স্বপ্ন নিয়ে নিউ ইয়র্ক শহরে যায়।

a little life

এই বইয়ের চরিত্রগুলোর মধ্যে জেবি হলেন শিল্পী, উইলিয়াম একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা এবং ম্যালকম একজন স্থপতি। আর জুড হলেন নিজের ক্ষতি করতে চাওয়া একজন আইনজীবী।

জুডের রয়েছে একটি রহস্যময় অতীত। আর এই বইয়ে তার এই গল্পই বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

গল্প এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জুডের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির বিষয়টিও বেশি প্রকাশ পেতে থাকে। যেখানে কয়েক দশকের ঘটনা তুলে ধরা হয়েছে।

৩. জর্জ এলিয়টের 'মিডলমার্চ'

এলিয়টের মাস্টারপিস হিসাবে বিবেচিত উপন্যাস ‘মিডলমার্চ' একটি কাল্পনিক শহরের বিভিন্ন শ্রেণীর মানুষের জীবন নিয়ে বিশ্লেষণ করেছে। ভূমি মালিক থেকে শুরু করে খামার বা কারখানার শ্রমিক পর্যন্ত সবার কথাই স্থান পেয়েছে বইটিতে।

middle march

তবে মূল দৃষ্টিপাত করা হয়েছে দুটি চরিত্রের ওপর। একজন হলেন জেদি ও দৃঢ়-ইচ্ছাশক্তি সম্পন্ন ডোরোথিয়া ব্রুক এবং অপরজন আদর্শবাদী টারটিয়াস লিডগেট। তারা দুজনই বিপর্যস্ত বৈবাহিক জীবনের শিকার হয়েছিলেন।

১৯ শতকে লেখা হলেও বইটিতে রয়েছে অবিশ্বাস্যরকম আধুনিকতা বোধ। কারণ বইটিতে স্বাধীন ইচ্ছাশক্তির সীমাবদ্ধতা এবং এই ত্রুপিপূর্ণ পৃথিবীর একজন নৈতিক ব্যক্তি হয়ে ওঠার পথে নানা সংগ্রামের মতো বড় বিষয়গুলো ব্যাখ্যা করা হয়েছে।

৪. চার্লস ডিকেন্সের 'ব্লিক হাউজ'

ডিকেন্সের দীর্ঘতম উপন্যাস 'ব্লিক হাউস'। বইটি লেখা হয়েছে জার্নডাইস পরিবারের গল্পকে ঘিরে। যাদের আশা উত্তরাধিকারসূত্রে সম্পদ পাওয়া। কিন্তু বার বার ব্যর্থতার মুখে পড়ে সেই স্বপ্ন। কারণ জার্নডাইস অ্যান্ড জার্নডাইস মামলাটি দীর্ঘকাল ধরে আইনি মারপ্যাঁচের মধ্যে চলছে এবং প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে।

bleak house

মামলাটি এতোটাই জটিল হয়ে পড় যে বেঁচে থাকা উত্তরাধিকাররা এই মামলার কিছু বুঝে উঠতে পারে না।

ডিকেন্স এই বইটিতে 'কোর্ট অব চ্যান্সেরি' নিয়ে ব্যঙ্গ করেছেন, যে আদালতে একটি মামলা কয়েক দশক ধরে চলতে পারে। উপন্যাসটিতে অসংখ্য চরিত্র রয়েছে এবং বেশ কয়েকটি পার্শ্ব কাহিনীও রয়েছে।

৫. মিগুয়েল ডি সার্ভান্তেসের 'ডন কিয়োটে’

ডন কিয়োটে একজন মধ্যবয়সী স্প্যানিশ ভদ্রলোক, যিনি বীরদের অনেক রোম্যান্স গাঁথা পড়েন। সেই থেকে তিনি তলোয়ার তুলে একজন ভবঘুরে বীর হয়ে ওঠার সিদ্ধান্ত নেন। নিজের পুরোনো ঘোড়া এবং বাস্তববাদী মানসিকতা নিয়ে বেরিয়ে পড়েন বিশ্বব্যাপী অভিযাত্রার উদ্দেশ্যে।

don quxoto

ডন কিয়োটের বীরত্বপূর্ণ কাজের মধ্যে রয়েছে উইন্ডমিলের সঙ্গে লড়াইয়ের চেষ্টা করা। যেগুলোকে তিনি দৈত্য ভেবে ভুল করেছিলেন, এমনকি এক পাল ভেড়ার বিরুদ্ধে লড়াইয়ে নামেন তিনি।

প্রভাবশালী এই সাহিত্যকে প্রথম আধুনিক উপন্যাস হিসাবে বিবেচনা করা হয়।

৬. ডেভিড ফস্টার ওয়ালেসের 'ইনফিনিট জেস্ট'

ডেভিড ফস্টার ওয়ালেসের এই মহাকাব্যটি অদূর ভবিষ্যতের ডিস্টোপিয়াকে ঘিরে লেখা হয়েছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো এই তিন দেশ উত্তর আমেরিকান জাতিগত সংস্থার অন্তর্ভুক্ত হয়।

infinite jest

ডিস্টোপিয়া হল সাহিত্যের একটি শাখা। এই শাখায় এমন একটি কাল্পনিক রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক কাঠামো নিয়ে কথা বলা হয় যেখানে কেবল দুর্ভোগ আর অবিচারের রাজত্ব।

মূল গল্পটি শুরু হয় একটি টেনিস একাডেমি এবং মাদকাসক্ত নিরাময় সংস্থাকে কেন্দ্র করে।

বইটি, এর পরীক্ষামূলক কাঠামোর জন্য বেশ জনপ্রিয়। যেখানে ৩৮৮টি এন্ডনোটস রয়েছে যার মধ্যে কয়েকটির নিজস্ব পাদটীকা রয়েছে।

৭. লিও টলস্টয়ের 'ওয়ার অ্যান্ড পিস'

টলস্টয়ের মহাকাব্যটি রাশিয়ার নেপোলিয়ন যুগকে কেন্দ্র করে লেখা হয়েছে। যুদ্ধক্ষেত্র এবং হোম ফ্রন্টের মধ্যে তিনটি কুখ্যাত চরিত্রকে ঘিরে এগিয়েছে এই বইয়ের গল্প।

war and peace

চরিত্র তিনটি হলো- পেরে বেজুখভ, একজন কাউন্টের অবৈধ পুত্র যিনি নিজের উত্তরাধিকারের জন্য লড়াই করছেন; প্রিন্স আন্দ্রেই বলকনস্কি, যিনি নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধ করতে তাঁর পরিবারকে ছেড়ে চলে এসেছেন এবং নাতাশা রোস্তভ, একজন অভিজাত ব্যক্তির সুন্দরী অল্পবয়সী মেয়ে।

টলস্টয় একইসঙ্গে সেনাবাহিনী এবং অভিজাতদের উপর যুদ্ধের প্রভাব কেমন হয়, সেটি ফুটিয়ে তুলেছেন।

৮. স্টিফেন কিং এর 'দ্য স্ট্যান্ড'

দ্য স্ট্যান্ড বইটি হলো একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক হরর-ফ্যান্টাসি ঘরানার বই। যেখানে বায়োলজিক্যাল ওয়ারফেয়ার বা জৈব যুদ্ধের জন্য বিভিন্ন অসুখের দ্রুত পরিবর্তনশীল জীবাণু নিয়ে গবেষণা করার কথা বলা হয়।

the stand

দুর্ঘটনাক্রমে সেই জীবাণুগুলো একদিন একটি সুরক্ষিত গবেষণাগার থেকে বের হয়ে যায় এবং এই মহামারীতে বিশ্বের ৯৯ শতাংশেরও বেশি মানুষ মারা যায়।

বইটির দুটি বিকল্প সমাপ্তি রয়েছে। ১৯৭৮ সালে প্রথম প্রকাশিত ৮০০ পৃষ্ঠার মূল সংস্করণে সমাপ্তি ছিল এক রকম। সেই সময় প্রকাশকরা এর চাইতে বড় পাণ্ডুলিপি মুদ্রণ করতে পারতেন না।

তবে ১৯৯১ সালের পরে, পূর্ণ এবং অপরিবর্তিত সংস্করণ প্রকাশ করা হয় যা ভক্তদের মধ্যে আরও আশার সঞ্চার করে।

৯. বিক্রম শেঠের 'এ সুটেবল বয়'

বিক্রম শেঠের 'এসুটেবল বয়' উপন্যাসটি ১৯৫০-এর দশকের গোড়ার দিকে ভারতবর্ষ বিভাজনের পরের প্রেক্ষাপট নিয়ে লেখা হয়েছে। যেখানে তুলে ধরা হয়েছে চারটি একান্নবর্তী পরিবারের ১৮ মাসের গল্প।

a suitable boy

গল্পের চরিত্র মিসেস রুপা মেহরার একমাত্র মেয়ে লতার জন্য একজন ‘উপযুক্ত পাত্র’ খুঁজে পাওয়ার প্রচেষ্টাকে কেন্দ্র করে গল্প এগিয়ে যায়।

১০. মার্সেল প্রুস্টের 'ইন সার্চ অব লস্ট টাইম'

প্রাউস্টের মহাকাব্য 'আ লা রিচার্চে দু টেম্পস পারদু' (মূল ফরাসী শিরোনাম) বইটির পৃষ্ঠা সংখ্যা তিন হাজারেরও বেশি। যাকে ১৩টি ভলিউমে ভাগ করা হয়েছে। বইটির মোট শব্দ সংখ্যা প্রায় ১৩ লাখের মতো।

in search of lost time

এটি এখন পর্যন্ত দীর্ঘতম উপন্যাস হিসাবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পেয়েছে। বইটির গল্প লেখকের শৈশবের স্মৃতি এবং যৌবনের অভিজ্ঞতাগুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ইউএনবি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.