আপনি পড়ছেন

বর্তমান বিশ্বের সাক্ষাৎ জাহান্নাম বলে পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন। আন্তর্জাতিক অবরোধ, সৌদি জোটের মুহূর্মুহূ বিমান হামলা এবং শিয়া-সুন্নি কর্তৃক গৃহযুদ্ধের কবলে পড়ে দেশটি এখন পুরোপুরি বসবাসের অযোগ্য। অবরোধ, হামলা আর গৃহযুদ্ধের ফলে হাজার হাজার মানুষ নিহত হলেও এই সংঘাতের সরাসরি ভিকটিম হচ্ছে দেশটির শিশুরা।

yemen airstrike children oneপুষ্টির অভাবে মরতে বসা সন্তানকে নিয়ে হাসপাতালের বেডে অপেক্ষারত এক মা। আল হোদায়দাহ, ইয়েমেন। এবিসি নিউজ।

সৌদি আরবের অবরোধের ফলে ইয়েমেনে এখন খাদ্যসংকট চরমে। দেশটি দুর্ভিক্ষের দোরগোড়ায় প্রায়। ইতোমধ্যে আন্তর্জাতিক শিশু সংগঠন সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইয়েমেনে প্রায় ৫২ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে।

দুর্ভিক্ষ ছাড়াও দেশটির লক্ষ লক্ষ শিশু এখন অপুষ্টির শিকার। খাবারের অভাবে ন্যূনতম পুষ্টির যোগান পাচ্ছে না যুদ্ধ কবলিত এই দেশটির শিশুরা। ফলে খুব সহজেই দেশে বাসা বাঁধছে কলেরা, ডায়রিয়াসহ নানারকম মরণব্যাধি রোগ। তাতেও শেষরক্ষা নেই। কারণ দেশটিতে চিকিৎসাব্যবস্থা বলতে কিছুই এখন বর্তমান নেই।

yemen airstrike children twoপেটে খাবার নেই। ক্ষুধায় কান্না করতেও কষ্ট হয় ইয়েমেনি শিশুদের। সিএনএন।

yemen childঅপুষ্টিতে ভোগা ইয়েমেনি এক শিশু। শরীরে শক্তি নেই। হাসপাতালের ওজন মাপার পাল্লাতেই শুয়ে পড়েছে। মিডলইস্ট অনলাইন।

দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর সমর্থনে হুতি বিদ্রোহীদের দমনে এবং পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট মনসুর হাদির সরকারকে পুনরায় প্রতিষ্ঠিত করতে দেশটিতে প্রতিদিন হাজার হাজার টন বোমা ফেলছে সৌদি সামরিক জোট। এইসব বোমা হামলায় সবসময় যে বিদ্রোহীরা মারা পড়ছে তা নয়, বরং অধিকাংশ সময় বেসামরিক মানুষ মারা যাওয়ার পাশাপাশি মারা পড়ছে কোলের শিশু থেকে শুরু করে স্কুলে যাওয়া বাচ্চারা।

yemen childrenবিমান হামলায় বাড়িঘর গুঁড়িয়ে গেছে। বাবা-মায়েরও খোঁজ নেই। ভাঙা স্তুপাকৃত বাড়ির সামনে দাঁড়িয়ে অসহায় এক ইয়েমেনি শিশু। এআরওয়াই নিউজ।

চলতি বছর আগস্ট মাসের নয় তারিখে দেশটির সাদা প্রদেশে একটি স্কুলবাসে বোমা হামলা করে সৌদি সামরিক জোট। ওই হামলায় প্রায় ৪৩ জন মারা যায় যার অধিকাংশই স্কুলশিশু। এছাড়া সৌদি জোটের প্রতিদিনের হামলা থেকে বসবাসের বাড়িঘর, স্কুলবিল্ডিং, হাসপাতাল কিছুই বাদ যাচ্ছে না। এ পর্যন্ত হামলায় দেশটিতে মারা পড়েছে দশ হাজারেরও বেশি মানুষ আর আহত হয়েছে প্রায় পঞ্চাশ হাজার।

yemen airstrike children nineসৌদি জোটের বিমান হামলায় আহত এক কিশোর। কোলে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ওই হামলায় একসাথে ২৯ কিশোর নিহত হয়েছে। সাদা প্রদেশ, ইয়েমেন। এনপিআর।

বাড়ির ছাদের নিচেও নিশ্চিন্তে বসবাসের উপায় নেই। বিদ্রোহ কবলিত অঞ্চলে বসবাস না করলেও বোমা যে কখনো মাথার ওপর এসে পড়বে না তার নিশ্চয়তা কেউ কখনো দিতে পারবে না। বরং বিগত হামলাগুলোতে বেসামরিক লোকজনই মারা পড়েছে বেশি।

yemen airstrike children eightবিমানের শব্দে ভীত-সন্ত্রস্ত কয়েকটি শিশু। চোখে-মুখে ফুটে আছে আতঙ্ক। আলআলম, আইআর।

ভয়ে ভয়ে রাতটা কোনরকম বাড়িতে কাটিয়ে ভোর সকালে স্কুলে উপস্থিত হয়ে দেখা গেলো গত রাতে বিমান হামলায় স্কুলভবন মাটির সাথে মিশে গেছে।

yemen airstrike children sevenআগের দিনও ক্লাস হয়েছে, পরদিন সকালে এসে দেখা গেলো মাটির সাথে মিশে গেছে স্কুলভবন। আলআরাবি, ইউকে।

yemen airstrike children sixবিধ্বস্ত স্কুলভবনের সামনে পড়ালেখায় নিমগ্ন এক ইয়েমেনি শিশু। তায়েজ, ইয়েমেন। দ্য ন্যাশনাল।

আহত হয়ে হাসপাতালে গেলেও নিস্তার নেই হামলা থেকে। জাতিসংঘের আইনে যুদ্ধের কোনো পক্ষই হাসপাতালে হামলা করতে পারবে না বলা থাকলেও সৌদি সামরিক জোট এই আইনের থোড়াই কেয়ার করে। ইয়েমেনে ইতোমধ্যে বেশ কয়েকবার হাসপাতালে হামলা হয়েছে। ফলে নিরাপদ কোনো জায়গা বলতে দেশটিতে আসলে কোনো কিছুই অবশিষ্ট নেই।

yemen airstrike children threeনা, এগুলো ময়লার ভাগাড় নয়। বিমান হামলায় ঘরবাড়ি হারানো ইয়েমেনিরা খোলা আকাশের নিচে কোনোরকমে বসবাসের জায়গা করে নিয়েছে। সিএনএন।

yemen airstrike childrenচোখে-মুখে আতঙ্ক, ভয় আর হতাশা নিয়ে হাসপাতালে চিকিৎসার লাইনে দাঁড়িয়ে এই শিশু। সাদা প্রদেশে বিমান হামলায় আহত হয়েছে ছেলেটি। এনবিসি নিউজ।

ভবিষ্যত ও মনুষ্যসভ্যতার প্রতি যে ক্ষোভ, হতাশা আর অভিমান নিয়ে ইয়েমেনের শিশুরা বড় হচ্ছে তা আগামী পৃথিবীর জন্য সুখকর কিছু বয়ে আনবে বলে কেউই বিশ্বাস করে না। তারপরও থেমে নেই সৌদি সামরিক জোট ও তার মিত্ররা।

yemen airstrike children four'রাজায় রাজায় যুদ্ধ, প্রাণ যায় এই শিশুদের'। সারাজীবন এই ক্ষত বয়ে নিয়ে বেড়াতে হবে তাদের। সউল ডট কম।

এই দুর্যোগকালীন ইয়েমেনে সবচেয়ে বেশি যেটির দরকার ছিলো সেটি হচ্ছে খাবার। কিন্তু দুর্ভিক্ষপীড়িত ইয়েমেনে খাবার নয়, প্রতিদিন বিমান থেকে হাজার হাজার টন ওজনের বোমা ফেলা হচ্ছে, যাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির বেসামরিক মানুষ, সর্বোপরি শিশুরা।

yemen airstrike children fiveবিমান হামলায় নিহত ছোট্ট শিশুর রক্তাক্ত জামা দেখাচ্ছেন বাবা। সাফির নিউজ।

সাম্প্রতিক সময়ে উপর্যুপরি বিমান হামলা আর খাদ্যাভাবে শিশুদের মারা যাওয়ার হার পূর্বের চেয়ে ভয়ানকভাবে বেড়েছে। অথচ এই ব্যাপারে পদক্ষেপ নেয়ার কেউ নেই। জাতিসংঘ তিন বার চেষ্টা করেও এই যুদ্ধ থামাতে পারেনি। বরং যুক্তরাষ্ট্র থেকে কেনা সামরিক অস্ত্রের তালিকা দিন দিন লম্বাই হয়েছে সৌদি আরবের। ইয়েমেনকে ঘিরে রচনা করেছে অবরোধ। যার ফলে বহির্বিশ্বের কোনো সাহায্যই পোছেনি ইয়েমেনের এই শিশুদের কাছে। ফলে ধীরে ধীরে কেবল বড় হয়েছে মৃত্যুর মিছিল। হয়তো আপনি এই লেখাটা পড়তে পড়তেই ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় মারা পড়লো কোনো শিশু!

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.