সভ্যতার ক্রমবিকাশে নারীর অবদানকে অস্বীকার করার উপায় নেই। অন্যদিকে নারী সৃষ্টিগতভাবেই মমতাময়ী, আবেগপ্রবণ ও ভালোবাসার প্রতীক। হাসপাতালের দুস্থদের সেবার মত মহৎ ও চরম ধৈর্যের পেশা কখনোই পুরুষ পালন করতে পারেনি। সেবা, ভালবাসা আর মমতায় নারী অনন্য। কিন্তু সভ্যতা ও সমাজের পালা বদলে নারীরাও এখন অপরাধ জগতে পা বাড়াচ্ছেন। জঙ্গিবাদ, মাদক, চোরাচালান, খুন, রাহাজানি, মানি লন্ডারিং, ব্ল্যাকমেইলসহ নানা ধরণের অপরাধের জড়িয়ে পড়ছেন মমতাময়ী নারী।

woman crime

সমাজে নারী নির্যাতনের ঘটনা যেমন ঘটছে পুরুষ নির্যাতনের ঘটনাও এখন দেখা যাচ্ছে। চলতি বছরের ২৮ জানুয়ারি তেমনি একটি ঘটনা বিশ্বব্যাপী আলোচিত হয়েছিল। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে গলায় ছুরি ঠেকিয়ে ২৯ বছর বয়স্ক একজন ট্যাক্সিচালককে শারীরিকভাবে নির্যাতন করেন ২৩ বছর বয়সী মার্কিন তরুণী ব্রিটানি কার্টার। শারীরিক নির্যাতন চালানোর পর তার পকেট থেকে ৩২ ডলার লুট করেও নিয়ে যায় ওই তরুণী। ঘটনার শিকার ট্রিনিটি এক্সপ্রেস ক্যাব সার্ভিসের চালক আদালতে মামলা করলে ব্রিটানি কার্টার কে চার বছরের কারাদণ্ডাদেশ দেয় যুক্তরাষ্ট্রের আদালত।

আর নিজ সন্তানের হাতে পুলিশ দম্পতির খুণ হওয়ার ঘটনা ছিল লোমহর্ষক। নারী ও শিশু পাচরের মত ঘটনায়ও অনেক নারী জড়িত। তাছাড়া রাজধানীসহ সারাদেশে অবৈধ পতিতাবৃত্তি চালানোর সিন্ডিকেটের সাথে অনেক নারী জড়িত বলে জানা যায়। ফলে অপরাধের গণ্ডি এখন আর শুধু পুরুষের দখলে নেই। ফলে পুরুষকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করার ঘটনা এখন শুধু বিদেশে নয় বাংলাদেশেও ঘটছে অহরহ। বড় বড় ব্যবসায়ীকে টার্গেট করে বিশেষ মুহূর্তের ভিডিও ধারণ করে অর্থ আদায়ের অভিযোগে এর আগে এক মডেল গ্রেপ্তার হয়েছিল রাজধানী ঢাকা থেকে।

২০১৪ সালের ৩ জুলাই ঢাকার সাভারে তেমনি এক ঘটনায় প্রেমের ফাঁদ পেতে বাসায় ডেকে এনে এক ব্যবসায়ীকে আটক করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে দুই তরুণীসহ মোট চার জনকে আটক করেছিল পুলিশ। কৌশলে কিশোর-যুবকদেরকে প্রেমের ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নেয়ার অভিযোগে গত ১ আগস্ট লাবনী আক্তার নিশি নামের অপর এক তরুণীকে গ্রেপ্তার করে র‌্যাব।

নেতিবাচক কাজে বর্তমানে নারীদের সম্পৃক্তার ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া হক বলেন, ‘যুগ ও সামাজের অনেক পরিবর্তন এসেছে। বিশ্বায়নের যুগে নারীরাও ঘর থেকে বেরিয়ে আসছে। এই পরিবর্তনের ধারাবাহিকতায় নারী যেমন ভাল কাজে যুক্ত হচ্ছে তেমনি খারাপ কাজেও যুক্ত হচ্ছে। নারী যখন নেতিবাচক কোন কাজে যুক্ত হয় সেটা আমাদেরকে প্রচণ্ড পরিমাণে আশ্চার্য করে।’

tania haque du teacherঅধ্যাপক তানিয়া হক

তিনি বলেন, ‘এতদিন দেখেছি পুরুষ করে, এখন দেখছি নারীও করে’- এমন একটা কথা উঠছে। এর কারণ হয়- নারীর প্রতি সমাজের সব সময় একটা ইতিবাচক প্রত্যাশা কাজ করে অথবা ‘পুরুষ যেটা পারে নারী সেটা পারে না’ এমন ধারণা। এক্ষেত্রে নারীরা যে খারাপ কাজে যুক্ত হতে পারে না এই ধারণা থাকায় পুরুষরা নারীদেরকে ব্যবহার করছে। তখন অপরাধে জড়িত নারীরা অপর নারীদের বিভিন্ন অপরাধমূল কাজে নিয়ে আসছে। আর এভাবেই এ ধরণের অপরাধগুলো বাড়ছে।’

অধ্যাপক তানিয়া আরো বলেন, ‘সমাজে খারাপ কাজ সাধারণত পুরুষরাই করে আসছে। তাই নারীর প্রতি সমাজের সব সময় আস্থা থাকে সে অনুগত, নম্র, ভদ্র। আর সমাজের এই আস্থাটাকেই কেউ কেউ কাজে লাগাচ্ছেন। এসব ঘটনা থেকে দেখা যাচ্ছে, নারীরা ভাল কাজও পারে খারাপ কাজও পারে। তাই নারী পুরুষ উভয়েই সমান। এখানে বিষয়টা হল ‘মানুষ’। নারী খারাপ কজ করলে আমরা আঁতকে উঠবো, আর পুরুষ করলে আমরা ভাববো তার(পুরুষ) করণীয়ই ছিল এটা। এমন ভিন্ন প্রেক্ষাপট এখন বদলাতে বসেছে।’

নারীদের দিয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এখন বেশ জমজমাট। এ পর্যন্ত অসংখ্য নারী মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী আটক হয়েছে র‌্যাব ও পুলিশের বিভিন্ন অভিযানে। জানা গেছে, ইয়াবা ব্যবসার বড় অংশ বিক্রি হয় নারীদের মাধ্যমে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘নারীদের মধ্যে যে অপরাধ প্রবণতা থাকবে না এমনটা নয়। বর্তমানে নারীরা শিক্ষা পাচ্ছে। তারা বাইরে যাচ্ছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছে। একটা অফিসে পুরুষেরা সাধারণত দুর্নীতি করে। নারীরাও যে করে না তা কিন্তু নয়। হয়ত নারী অপরাধীর সংখ্যাটা কম।’

sadeka halim du teacherঅধ্যাপক সাদেকা হালিম

তিনি বলেন, ‘নারীরা বোরকা পড়ে চলাচল করে এবং সাধারণত নারীদেরকে সন্দেহ কম করা হয়। আর এই সুযোগে তারা অপরাধে জড়াচ্ছেন। একজন পুরুষকে যেভাবে সন্দেহের চোখে দেখা হয় নারীকে সেভাবে দেখা হয়না। ফলে অপরাধীরা নারীকে সুযোগ দিচ্ছে এবং নারীরাও অপরাধে জড়াচ্ছে। তবে অপরাধ কোন বায়োলজিক্যাল বা জন্মগত ব্যাপার নয়। সমাজ মানুষকে অপরাধ প্রবণতা শেখায়। তাই নারী বা পুরুষ উভয়েই সামাজিক প্রেক্ষাপটে অপরাধে জড়াতে পারে এটা ভুলে গেলে চলবে না।’

প্রায় দুই দশক ধরে বাংলাদেশে জঙ্গি তৎপরতা চললেও পূর্বে জঙ্গিবাদে নারী সম্পৃক্ততার খবর পাওয়া যায়নি। বিএনপি শাসনামলেও জঙ্গি কার্যক্রম দেখা গেছে, কিন্তু তখন নারীদের সম্পৃক্ত থাকার কোন খবর আসেনি। নারীর মাধ্যমে সহজেই আত্মঘাতী কর্মকাণ্ড পরিচালনা করা ছাড়াও অন্য পুরুষদের সহজেই জঙ্গিবাদে জড়ানো যায় বলে বর্তমানে জঙ্গি সংগঠনগুলো নারী কর্মী নিযুক্ত করতে মনযোগী হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গত বছর এক চিকিৎসক দম্পতির জঙ্গিবাদে যোগ দিতে মধ্যপ্রাচ্যে গিয়েছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছিল। গত বছর আজিমপুরের একটি বাসা থেকে তিন জঙ্গিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এরপর থেকে বিভিন্ন স্থানে পরুষ জঙ্গিদের সাথে নারী জঙ্গিদের সম্পৃক্ততার খবর আসতে থাকে।

এ বিষয়ে সমাজ ও অপরাধ বিশ্লেষক তৌহিদুল হক বলেন, ‘বিভিন্ন অপরাধ গবেষণায় দেখা গেছে যে, অপরাধের সাথে নারী সমাজের সংযুক্তি কখনো ইচ্ছামূলক কখনো জোরপূর্বক। বিশেষকরে বাংলাদেশে নারী সমাজের প্রতি সমাজের সনাতনী নির্ভরশীল-শৃঙ্খল ভূমিকার সুযোগে স্বার্থান্বেষী মহল নারীদের বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত করছে। এসকল অপরাধের মধ্যে জঙ্গিবাদ, মাদক পাচার, অস্ত্র পাচার ও বিক্রি, ব্ল্যাকমেইল, নারী ও শিশু পাচার এবং অপহরণ প্রভৃতি অপরাধের সাথে সংযুক্ত করছে। সাধারণত পুরুষ জঙ্গিরা তার স্ত্রী বা পরিবারের নারী সদস্যদেরকে জঙ্গিবাদে দীক্ষা দিচ্ছে এবং ওই নারী জঙ্গিরা তাদের পরিচিত অন্যান্য জঙ্গিদের জঙ্গিবাদে নিয়ে আসছে। এভাবে নারীদের মধ্যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়ছে।’

towhidul islam du teacherতৌহিদুল হক

সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এই শিক্ষক বলেন, নারী সমাজ যদি ইচ্ছাকৃতভাবে অপরাধের সাথে সম্পৃক্ত হয় তবে বাংলাদেশের সমাজ কাঠামোর স্বাভাবিক পরিবেশ, নিরাপত্তা ও সম্প্রীতির ক্ষেত্রে বড় ধরণের বিপর্যয়ের মুখে পতিত হবে। কারণ বাংলাদেশে এখনো সমাজের আচার-আচরণ অনেকটাই নারী কেন্দ্রিক। অপরাধের সাথে সম্পৃক্ত নারী সমাজকে অপরাধ ও অপরাধ প্রক্রিয়া থেকে মুক্ত করার জন্য প্রচলিত আইনের দ্রুত প্রয়োগ জরুরী।  যে সকল সিন্ডিকেট নারীদের অপরাধ কাজে ব্যবহার করছে তাদের দ্রুত বিচার করতে হবে।

‘সর্বোপরি সকলের জন্য পরিচ্ছন্ন সমাজ জীবন সৃষ্টিতে কমিউনিটি ভিত্তিক জীবন ব্যবস্থাকে প্রাধান্য দেয়ার নীতিগত সিদ্ধান্ত অপরিহার্য। অপরাধের সাথে সম্পৃক্ত নারীদের ব্যক্তি, পরিবার, বৃহৎ পরিসরে সমাজের বিশ্বাস দ্বান্দ্বিক অবস্থায় পরিণত হয়। বাংলাদেশের সামাজিক মর্যাদা ও ঐতিহ্য বিবেচনায় অপরাধের সাথে নারীদের সংঘবদ্ধতা বড়ই বেমানান ও অসুস্থ সামাজিকীকরণের ইঙ্গিত’ যোগ করেন তিনি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.