সীমিত ওভারের দুই সিরিজে ৬-০ ব্যবধানে কিউইদের কাছে হারলো বাংলাদেশ। অথচ এই সিরিজ দুটির অন্তত একটিতে জয়ের আশা ছিলো মাশরাফিদের। সেই আশার একটুও পূরণ হয়নি এই সফরে।

bangladesh suffered another clean sweep against new zealand in t 20নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে সাত সিরিজে কোনো হোয়াইটওয়াশ ছিলো না বাংলাদেশের। এবার পরপর দুই সিরিজে পেতে হলো সেই লজ্জা। ছবিতে দেখা যাচ্ছে, ম্লান সৌম্যর পিছনে ইস শোধিদের উল্লাস। সীমিত ওভারের সিরিজের প্রতীকী রূপই যেনো এই ছবিটি।

three and three new zealand won all six limited over match against bangaldeshওয়ানডে সিরিজে তিনবার এবং টি-টোয়েন্টি সিরিজে তিনবার। এভাবেই উল্লাস করেছে কিউইরা। আর বাংলাদেশকে কেবল দেখতে হয়েছে কেন উইলিয়ামসনদের এমন দৌড়।

mustafiz spent 60 or more first time against sri lankaএই সিরিজ দিয়ে পাঁচ মাসের দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফিরেন মোস্তাফিজুর রহমান। কিন্তু ইনজুরির ধকল কাটিয়ে উঠার প্রমাণ রাখতে পারেননি তিনি। সুখকর হয়নি জাতীয় দলের হয়ে তার প্রথম বিদেশ সফর। কারণ ছাড়া বিশ্রাম চেয়ে সিরিজ শেষে উল্টো বদনাম কুড়িয়েছেন তিনি।

mushfiq injured as bangladesh lost by 77 runsএই সফরে বাংলাদেশ যাদের দিকে তাকিয়ে ছিলো, তাদের অন্যতম মুশফিকুর রহিম। কিন্তু সফরের প্রথম ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। তার ইনজুরির সঙ্গে ধসে পড়ে বাংলাদেশের মিডল অর্ডারও। সীমিত ওভারের সিরিজে আর কোনো ম্যাচ খেলতে পারেননি মুশফিক। তবে আছেন টেস্ট সিরিজে।

batting failure of mahmudullah in odisমুশফিক ইনজুরিতে পড়ায় মিডলঅর্ডারের মূল দায়িত্ব এসে পড়ে মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে। কিন্তু ওয়ানডে সিরিজে চরম ব্যর্থ হন তিনি। তিন ম্যাচে করেন মাত্র চার রান! তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকেই।

batting failure of sabbirরিয়াদের মতো সাব্বিরের ব্যাটেও নির্ভরতা চেয়েছিলো বাংলাদেশ। কিন্তু সেই নির্ভরতার সম্মান রাখতে পারেননি এই তরুণ ব্যাটসম্যান।

batting failure of sabbir 1প্রায় প্রতি ম্যাচেই অসাধারণ শুরুর পরই উইকেট হারিয়েছেন সাব্বির। এ নিয়ে তার আফসোসের কথাও শোনা গেছে। নিজেকে বদলে ফেলবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু পারেননি। সিরিজ শেষে সাব্বিরকে ব্যর্থই বলতে হবে।

after six years neil broom returns to international cricketওয়ানডে সিরিজে গুরুত্বপূর্ণ ঘটনা ছিলো ছয় বছর পর নিল ব্রুমের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। ফেরার পরের ম্যাচেই দারুণ সেঞ্চুরি হাঁকিয়ে তিনি বুঝিয়ে দেন- পুরোনো চাল ভাতে বাড়ে!

after seven years zeetan patel returns to international cricketনিউজিল্যান্ড ক্রিকেট চমকে দেয় সাত বছর পর জিতান প্যাটেলকে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে। এতো বছর ফিরেও এই স্পিনার দারুণ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে।

tamim was shadow of himselfব্রুম বা জিতান প্যাটেলকে নিয়ে অবশ্য বেশি ভাবার সুযোগ ছিলো না বাংলাদেশের। কারণ নিজেদের অবস্থাই তো ছিলো তথৈবচ। সে অবস্থা থেকে উত্তরণের জন্য তামিমের ব্যাটের দিকে তাকিয়ে ছিলেন অনেকে। কিন্তু তামিম ব্যর্থ। ছিলেন নিজের ছায়া হয়ে।

mashrafe suffered a fructure on his handটানা ছয় ম্যাচ হারের পর আরো হতাশা নিয়ে এলো মাশরাফির হাতের তালুর হাড় চিড়ে যাওয়ার মতো দুঃসংবাদ। মার্চের আগে আর খেলতে পারবেন না মাশরাফি। বাংলাদেশের পরবর্তী সীমিত ওভারের ক্রিকেট আগামী মে মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে। রঙিন পোশাকে জয়ের দেখা পেতে আপাতত সেই সিরিজের প্রতীক্ষায় বাংলাদেশ।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.