আগামীকাল শুরু হচ্ছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। স্বাগতিক কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে রোমাঞ্চকর এই আয়োজন। বল মাঠে গড়ানোর আগে একনজরে দেখে নেওয়া যাক টুর্নামেন্টে অংশ নেওয়া ৩২ দেশের চূড়ান্ত দল:

final squadকাতার বিশ্বকাপ

গ্রুপ ‘এ’:

কাতার বিশ্বকাপ দল:

গোলরক্ষক: সাদ আল-শিব, মেশাল বারশাম, ইউসেফ হাসান।

ডিফেন্ডার: পেদ্রো মিগুয়েল, মুসাব খিদির, তারেক সালমান, বাসাম আল-রাউই, বোয়ালেম খুউখি, আবদেলকারিম হাসান, হোমাম আহমেদ, জাসেম গাবের।

মিডফিল্ডার: আলী আসাদ, আসিম মাদাবো, মোহাম্মদ ওয়াদ, সালেম আল-হাজরি, মোস্তফা তারেক, করিম বৌদিয়াফ, আবদেলআজিজ হাতেম, ইসমাইল মোহাম্মদ।

ফরওয়ার্ড: নায়েফ আল-হাদরামি, আহমেদ আলায়েলদিন, হাসান আল-হাইদোস, খালিদ মুনির, আকরাম আফিফ, আলমোয়েজ আলী, মোহাম্মদ মুনতারি।

ইকুয়েডর বিশ্বকাপ দল:

গোলরক্ষক: ময়েজেস র‌্যামিরেজ, আলেকজান্ডার ডমিঙ্গেজ, হার্নান গালিন্দেজ।

ডিফেন্ডার: পিয়েরো হিনকাপি, রবার্ট আরবোলেদা, পারভিস এস্তুপিনান, অ্যাঞ্জেলো প্রিসিয়াডো, জ্যাকসন পোরোজো, জ্যাভিয়ের আরেগা, ফেলিক্স তোরেস, ডিয়েগো প্যালাসিওস, উইলিয়াম পাচো।

মিডফিল্ডার: কার্লোস গ্রুয়েজো, জোসে সিফুয়েন্তেস, অ্যালান ফ্র্যাঙ্কো, ময়েজেস ক্যাসেডো, অ্যাঞ্জেল মিনা, জেরেমি সারমিয়েন্টো, আইরটন প্রিসিয়াডো, সেবাস্তিয়ান মেন্ডিজ, গঞ্জালো প্লাটা, রোমারিও ইবাররা।

ফরওয়ার্ড: জোর্কাইফ রেসকো, কেভিন রদ্রিগেজ, মাইকেল এস্ট্রাদা, এনার ভ্যালেন্সিয়া।

নেদারল্যান্ডস বিশ্বকাপ দল:

গোলরক্ষক: জাস্টিন বিজলো, আন্দ্রেস নোপার্ট, রেমকো পাসভির।

ডিফেন্ডার: ভার্জিল ফন ডাইক, নাথান আকে, ডেলি ব্লাইন্ড, জুরিয়েন টিম্বার, ডেনজেল ডামফ্রিজ, স্টেফান ডি ভ্রিজ, ম্যাথিজ ডি লিগট, টাইরেল মালাসিয়া, জেরেমি ফ্রিম্পং।

মিডফিল্ডার: ফ্রেঙ্কি ডি জং, স্টিভেন বার্গুইস, ডেভি ক্লাসেন, তেউন কোপমেইনারস, মার্টিন ডি রুন, কোডি গ্যাকপো, কেনেথ টেলর, জাভি সিমন্স।

ফরওয়ার্ড: মেম্ফিস ডিপেই, স্টিভেন বার্গভিজন, ভিনসেন্ট জ্যানসেন, লুক ডি জং, নোয়া ল্যাং, ওয়াউট ওয়েঘর্স্ট।

সেনেগাল বিশ্বকাপ দল:

গোলরক্ষক: এডোয়ার্ড মেন্ডি, আলফ্রেড গোমেজ, সেনি দিয়েং।

ডিফেন্ডার: কালিদু কুলিবালি, আবদু দিয়ালো, ইউসুফ সাবালি, ফোদে ব্যালো-টোরে, পেপে আবদু সিসে, ইসমাইল জ্যাকবস, ফর্মোজ মেন্ডি।

মিডফিল্ডার: ইদ্রিসা গুয়ে, চেইখো কাউয়েতে, নামপালিস মেন্ডি, ক্রেপিন দিয়াত্তা, পাপে গুয়ে, পাপে মাতার সর, পাথে সিস, মোস্তফা নামে, লোম এনদিয়ায়ে।

ফরওয়ার্ড: ইসমাইলা সার, বোলায়ে দিয়া, বাম্বা দিয়েং, ফামারা দিদিউ, নিকোলাস জ্যাকসন, ইলিমান এনদিয়ায়ে।

গ্রুপ ‘বি’:

ইংল্যান্ড বিশ্বকাপ দল:

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড, অ্যারন রামসডেল, নিক পোপ।

ডিফেন্ডার: কিয়েরান ট্রিপিয়ার, ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, কাইল ওয়াকার, বেন হোয়াইট, হ্যারি ম্যাগুউরে, জন স্টোনস, এরিক দিয়ার, কনর কোডি, লুক শ।

মিডফিল্ডার: ডেক্লান রাইস, জুডে বেলিংহাম, ক্যালভিন ফিলিপস, জর্ডান হ্যান্ডারসন, কনর গ্যালাঘের, ম্যাসন মাউন্ট।

ফরওয়ার্ড: হ্যারি কেন, কালাম উইলসন, মার্কাস রাশফোর্ড, রহিম স্টার্লিং, বুকায়ো সাকা, ফিল ফোডেন, জ্যাক গ্রেয়ালিশ, জেমস ম্যাডিসন।

ইরান বিশ্বকাপ দল:

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, পয়ম নিয়াজমান্দ, হুসাইন হোসেনি, আমির আবেদজাদেহ।

ডিফেন্ডার: সাদেগ মোহররামি, এহসান হাজসাফি, শোজায়ে খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদি, মোর্তেজা পৌরালিগঞ্জি, মজিদ হোসেনি, আবুলফজল জালালি, রামিন রেজাইয়ান, আল আহলি হোসেন কানানি।

মিডফিল্ডার: সাইদ এজাতোলাহি, ওয়াহিদ আমিরি, সামান ঘোদ্দোস, আহমদ নুরুল্লাহি, আলি করিমি, রাউজবেহ চেশমি।

ফরওয়ার্ড: আলিরেজা জাহানবখশ, মেহদি তারেমি, করিম আনসারিফার্দ, মেহদি তোরাবি, আলি গোলিজাদেহ, সরদার আজমুন।

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ দল:

গোলরক্ষক: ম্যাট টার্নার, শন জনসন, ইথান হরভাথ।

ডিফেন্ডার: ক্যামেরন কার্টার-ভিকার্স, সার্জিনো ডেস্ট, অ্যারন লং, শাক মুর, টিম রেম, অ্যান্তনি রবিনসন, জো স্কালি, ডিঅ্যান্ড্রে ইয়েডলিন, ওয়াকার জিমারম্যান।

মিডফিল্ডার: ব্রেন্ডেন অ্যারনসন, কেলিন অ্যাকোস্টা, টাইলার অ্যাডামস, লুকা দে লা টোরে, ওয়েস্টন ম্যাকেনি, ইউনুস মুসাহ, ক্রিস্টিয়ান রোল্ডান।

ফরওয়ার্ড: জেসুস ফেরেইরা, জর্ডান মরিস, ক্রিস্টিয়ান পুলিসিচ, জিও রেইনা, জশুয়া সার্জেন্ট, টিমোথি উয়া, হাজি রাইট।

ওয়েলস বিশ্বকাপ দল:

গোলরক্ষক: ওয়েন হেনেসি, ড্যানি ওয়ার্ড, অ্যাডাম ডেভিস।

ডিফেন্ডার: বেন ডেভিস, বেন কাবাঙ্গো, টম লকার, জো রোডন, ক্রিস মেফাম, ইথান আমপাদু, ক্রিস গুন্টার, নেকো উইলিয়ামস, কনর রবার্টস।

মিডফিল্ডার: সোর্বা থমাস, জো অ্যালেন, ম্যাথু স্মিথ, ডিলান লেভিট, হ্যারি উইলসন, জো মরেল, জনি উইলিয়ামস, অ্যারন রামসে, রুবিন কলউইল।

ফরওয়ার্ড: গ্যারেথ বেল, কিফার মুর, মার্ক হ্যারিস, ব্রেনান জনসন, ড্যানিয়েল জেমস।

গ্রুপ ‘সি’:

আর্জেন্টিনা বিশ্বকাপ দল:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েথ।

মিডফিল্ডার: রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, পাপু গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।

ফরওয়ার্ড: লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া, লাওতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, অ্যাঙ্গেল কোরেয়া, থিয়াগো আলমাডা।

সৌদি আরব বিশ্বকাপ দল:

গোলরক্ষক: মোহাম্মদ আল-ওয়াইস, নাওয়াফ আল-আকিদি, মোহাম্মদ আল-ইয়ামি।

ডিফেন্ডার: ইয়াসির আল-শাহরানি, আলি আল-বুলাইহি, আবদুল্লাহ আল-আমরি, আবদুল্লাহ মাদু, হাসান তাম্বাক্তি, সুলতান আল-ঘানম, মোহাম্মদ আল-ব্রেক, সৌদ আবদুল হামিদ।

মিডফিল্ডার: সালমান আল-ফারাজ, রিয়াদ শারাহিলি, আলি আল-হাসান, মোহাম্মদ কান্নো, আবদুল্লাহ আল-মালকি, সামি আল-নাজেই, আবদুল্লাহ ওতাইফ, নাসের আল-দাওসারি, আবদুল রহমান আল-আবুদ, সালেম আল-দাওসারি, হাতান বাহেবরি।

ফরওয়ার্ড: হাইথাম আসিরি, সালেহ আল-শেহরি, ফিরাস আল-বুরাইকান।

মেক্সিকো বিশ্বকাপ দল:

গোলরক্ষক: গুলের্মো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা, রডলফ কোটা।

ডিফেন্ডার: কেভিন আলভারেজ, নেস্টর আরাউজো, জেরার্ডো আর্তেগা, জেসুস গ্যালার্দো, হেক্টর মোরেনো, সিজার মন্টেস, জর্জ সানচেজ, জোহান ভাসকেজ।

মিডফিল্ডার: এডসন আলভারেজ, রবার্তো আলভারাডো, উরিয়েল অ্যান্তুনা, লুইস শ্যাভেজ, আন্দ্রেস গুয়ার্দাদো, এরিক গুতেরেজ, হেক্টর হেরেরা, ওরবেলিন পিনেদা, কার্লোস রদ্রিগেজ, লুইস রোমো।

ফরওয়ার্ড: রোজেলিও ফুনেস মোরি, রাউল জিমেনেজ, হারভিং লোজানো, হেনরি মার্টিন, অ্যালেক্সিস ভেগা।

পোল্যান্ড বিশ্বকাপ দল:

গোলরক্ষক: অচেখ শেজনি, লুকাজ স্কোরুপস্কি, বার্টলোমিজ ড্রাগোভস্কি।

ডিফেন্ডার: রবার্ট গামনি, জ্যাকোব কিভিওর, জান বেদনারেক, মাতেউস উইটেস্কা, কামিল গ্লিক, বার্তোস বেরেসজিনস্কি, আর্তুর জেদ্রেজিক, ম্যাটি ক্যাশ।

মিডফিল্ডার: গ্রজেগর্জ ক্রাইচোয়াক, কামিল গ্রোসিকি, সাইমন জুরকোস্কি, মাইকেল স্কোরাস, জ্যাকব কামিনস্কি, সেবাস্তিয়ান জাইমানস্কি, পিওতর জেলেনস্কি, প্রজেমিসে ফ্র্যাঙ্কোস্কি, ক্রিস্টিয়ান বিয়েলিক, ড্যামিয়ান সিজাইমানস্কি।

ফরওয়ার্ড: আরকাদিউস মিলিক, রবার্ট লেভানডফস্কি, করোল সুইডারস্কি, ক্রজিসটফ পিয়াটেক।

গ্রুপ ‘ডি’:

অস্ট্রেলিয়া বিশ্বকাপ দল:

গোলরক্ষক: ম্যাট রায়ান, অ্যান্ড্রু রেডমাইন, ড্যানি ভুকোভিচ।

ডিফেন্ডার: মিলোস দেগেনেক, আজিজ বেহিচ, জোয়েল কিং, নাথানিয়েল অ্যাটকিনসন, ফ্রাঁ ক্যারাসিক, হ্যারি সাউটার, কাই রোলস, বেইলি রাইট, টমাস ডেং।

মিডফিল্ডার: অ্যারন মুয়, জ্যাকসন আরভিন, আজদিন হ্রাস্টিক, কিয়ানু ব্যাকাস, ক্যামেরন ডেভলিন, রিলি ম্যাকগ্রি।

ফরওয়ার্ড: আওয়ার মাবিল, ম্যাথিউ লেকি, মার্টিন বয়েল, জেমি ম্যাক্লারেন, জেসন কামিংস, মিচেল ডিউক, গারাং কুল, ক্রেগ গুডউইন।

ডেনমার্ক বিশ্বকাপ দল:

গোলরক্ষক: ক্যাসপার স্মাইকেল, অলিভার ক্রিস্টেনসেন, ফ্রেডরিক রনো।

ডিফেন্ডার: আলেকজান্ডার বাহ, সিমন কেজায়ের, জোয়াকিম অ্যান্ডারসেন, জোয়াকিম মাহেল, আন্দ্রেস ক্রিস্টেনসেন, রাসমাস ক্রিস্টেনসেন, জেনস স্ট্রাইগার লারসেন, ভিক্টর নেলসন, ড্যানিয়েল ওয়াস।

মিডফিল্ডার: থমাস ডেলানি, ম্যাথিয়াস জেনসেন, ক্রিস্টিয়ান এরিকসেন, পিয়েরে-এমিল হজবজের্গ, ক্রিস্টিয়ান নরগার্ড, রবার্ট স্কোভ।

ফরওয়ার্ড: আন্দ্রেস কর্নেলিয়াস, মার্টিন ব্র্যাথওয়েট, ক্যাসপার ডলবার্গ, মিকেল ডামসগার্ড, জেসপার লিন্ডস্ট্রম, ইউসুফ পোলসেন, আন্দ্রেস স্কোভ ওলসেন, জোনাস উইন্ড।

ফ্রান্স বিশ্বকাপ দল:

গোলরক্ষক: আলফোনসে আরেওলা, হুগো লরিস, স্টিভ মান্দান্দা।

ডিফেন্ডার: অ্যাক্সেল ডিসাসি, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুলস কুন্ডে, বেঞ্জামিন পাভার্ড, উইলিয়াম সালিবা, ডায়ট উপামেকানো, রাফায়েল ভারানে।

মিডফিল্ডার: এদোয়ার্দো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, মাত্তেও গুয়েনডোজি, অ্যাদ্রিয়েন রাবিয়ট, আরিলিয়েন চৌমেনি, জর্ডান ভেরেটআউট।

ফরওয়ার্ড: করিম বেনজেমা, কিংসলে কোম্যান, উসমান ডেম্বেলে, অলিভার জিরার্ড, অ্যান্তনি গ্রিজম্যান, কিলিয়ান এমবাপ্পে, রন্ডাল কোলো মুয়ানি, মার্কাস থুরাম।

তিউনিসিয়া বিশ্বকাপ দল:

গোলরক্ষক: আয়মেন দাহমেন, বেচির বেন সাইদ, মুয়েজ হাসেন, আয়মেন মাথলুথি।

ডিফেন্ডার: আলি আবদি, ডিলান ব্রন, মোহাম্মদ ড্রেগার, নাদের ঘান্দ্রি, বিলেল ইফা, ওয়াজদি কেচরিদা, আলি মালোল, ইয়াসিন মেরিয়া, মনতাসার তালবি।
মিডফিল্ডার: মোহাম্মদ আলি বেন রমধানে, গাইলেন চালালি, আইসা লাইদুনি, হানিবাল মেজব্রি, ফেরজানি সাসি, ইলিয়াস খিরি

ফরওয়ার্ড: আনিস বেন সিমানে, সেফেদ্দিন জাজিরি, ইসাম জেবালি, ওয়াহবি খাজরি, তাহা ইয়াসিন খেনিসি, ইউসেফ মাসাকনি, নাইম সিতি।

গ্রুপ ‘ই’:

কোস্টারিকা বিশ্বকাপ দল:

গোলরক্ষক: কেইলর নাভাস, এস্তেবান আলভারাদো, প্যাট্রিক সিকুইরা।

ডিফেন্ডার: ফ্রান্সিসকো ক্যালভো, হুয়ান পাবলো ভার্গাস, কেন্ডাল ওয়াস্টন, অস্কার দুয়ার্তে, ড্যানিয়েল চ্যাকন, কিশার ফুলার, কার্লোস মার্টিনেজ, ব্রায়ান ওভিয়েদো, রোনাল্ড মাতাররিটা।

মিডফিল্ডার: ইয়েলতসিন তেজেদা, সেলসো বোর্হেস, ইউস্টিন সালাস, রোয়ান উইলসন, গারসন টরেস, ডগলাস লোপেজ, জেউইসন বেনেট, আলভারো জামোরা, অ্যান্থনি হার্নান্দেজ, ব্রেন্ডন আগুইলেরা, ব্রায়ান রুইজ।

ফরওয়ার্ড: জোয়েল ক্যাম্পবেল, অ্যান্থনি কনত্রেরাস, জোহান ভেনেগাস।

জার্মানি বিশ্বকাপ দল:

গোলরক্ষক: ম্যানুয়েল ন্যুয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্র্যাপ।

ডিফেন্ডার: ম্যাথিয়াস জিন্টার, অ্যান্তোনিও রুদিগার, নিকলাস সুলে, নিকো শ্লোটারবেক, থিলো কেহেরার, ডেভিড রাউম, লুকাস ক্লোস্টারম্যান, আরমেল বেলা-কোটচাপ, ক্রিস্টিয়ান গুন্টার।

মিডফিল্ডার: ইকেই গুান্ডোগান, জোনাস হফম্যান, লিওন গোরেৎকা, সার্জি জিন্যাব্রি, লিরয় সানে, জামাল মুসিয়ালা, জশুয়া কিমিখ, টমাস মুলার, হুলিয়ান ব্র্যান্ড, মারিও গোটশে।

ফরওয়ার্ড: কাই হাভার্টজ, ইউসুফা মুকোকো, নিকোলাস ফুলক্রুগ, করিম আদেইমি। 

জাপান বিশ্বকাপ দল:

গোলরক্ষক: শুইচি গোন্ডা, ড্যানিয়েল শুমিট, এইজি কাওয়াশিমা।

ডিফেন্ডার: মিকি ইয়ামানে, হিরোকি সাকাই, মায়া ইয়োশিদা, তাকেহিরো তোমিয়াসু, শোগো তানিগুচি, কো ইতাকুরা, হিরোকি ইতো, ইউতো নাগাতোমো।

মিডফিল্ডার: ওয়াতারু এন্ডো, হিদেমাসা মরিতা, আও তানাকা, গাকু শিবাসাকি, কাওরু মিতোমা, দাইচি কামাদা, রিতসু দোয়ান, জুনিয়া ইতো, তাকুমি মিনামিনো, তাকেফুসা কুবো, ইউকি সোমা।

ফরওয়ার্ড: ডাইজেন মায়েদা, তাকুমা আসানো, শুতো মাচিনো, আয়াসে উয়েদা।

স্পেন বিশ্বকাপ দল:

গোলরক্ষক: উনাই সাইমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া।

ডিফেন্ডার: ড্যানি কারভাহাল, সিজার আজপিলিকুয়েতা, এরিক গার্সিয়া, হুগো গুইলামন, পাউ তোরেস, আইমেরিক লাপোর্তা, জর্ডি আলবা, হোসে গায়া।

মিডফিল্ডার: সার্জিও বুসকেটস, রদ্রি, গাবি, কার্লোস সোলার, মার্কোস লোরেন্তে, পেদ্রি, কোকে।

ফরওয়ার্ড: ফেরান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আলভারো মোরাটা, মার্কো অ্যাসেনসিও, পাবলো সারাবিয়া, ড্যানি ওলমো, আনসু ফাতি।

গ্রুপ ‘এফ’:

বেলজিয়াম বিশ্বকাপ দল:

গোলরক্ষক: থিবাউট কোর্তোয়া, সাইমন মিগনোলেট, কোয়েন কাস্টিলস।

ডিফেন্ডার: জ্যান ভার্টোনহেন, টবি অ্যাল্ডারওয়েরেল্ড, লিয়েন্ডার ডেনডনকার, জেনো ডিবাস্ট, আর্থার থিয়েট, ওয়াউট ফায়েস।

মিডফিল্ডার: হ্যান্স ভানাকেন, অ্যাক্সেল উইটসেল, ইউরি টাইলেম্যানস, আমাদু ওনানা, কেভিন ডি ব্রুইনে, ইয়ানিক ক্যারাস্কো, থোরগান হ্যাজার্ড, টিমোথি কাস্টেন, থমাস মুনিয়ের।

ফরওয়ার্ড: রোমেলু লুকাকু, মিচি বাতশুয়াই, লোইস ওপেন্ডা, চার্লস ডি কেটেলারে, ইডেন হ্যাজার্ড, জেরেমি ডকু, ড্রিস মের্টেন্স, লিয়ান্দ্রো ট্রসার্ড

কানাডা বিশ্বকাপ দল:

গোলরক্ষক: জেমস প্যানটেমিস, মিলান বোরজান, ডেইন সেন্ট ক্লেয়ার।

ডিফেন্ডার: স্যামুয়েল অ্যাডেকুগবে, জোয়েল ওয়াটারম্যান, অ্যালিস্টার জনস্টন, রিচি লরিয়া, কামাল মিলার, স্টিভেন ভিটোরিয়া, ডেরেক কর্নেলিয়াস।

মিডফিল্ডার: লিয়াম ফ্রেজার, ইসমায়েল কোন, মার্ক-অ্যান্তনি কায়, ডেভিড ওদারস্পুন, জোনাথন ওসোরিও, আতিবা হাচিনসন, স্টিফেন ইউস্তাকিও, স্যামুয়েল পিয়েট।

ফরওয়ার্ড: তাজন বুকানন, লিয়াম মিলার, লুকাস ক্যাভালিনি, আইকে উগবো, জুনিয়র হোয়েলেট, জনাথন ডেভিড, সাইল লারিন, আলফোনসো ডেভিস।

ক্রোয়েশিয়া বিশ্বকাপ দল:

গোলরক্ষক: ডমিনিক লিভাকোভিচ, ইভিকা ইভুসিক, ইভো গ্রবিক।

ডিফেন্ডার: ডোমাগোজ ভিদা, দেজান লভরেন, বর্না বারিসিচ, জোসিপ জুরানোভিচ, জোস্কো গভার্দিওল, বর্না সোসা, জোসেপ স্ট্যানিসিক, মার্টিন এরলিক, জোসিপ সুতালো।

মিডফিল্ডার: লুকা মডরিচ, মাতেও কোভাসিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও প্যাসালিচ, নিকোলা ভøাসিক, লোভরো মাজার, ক্রিস্টিজান জ্যাকিক, কুুকা সুসিচ।

ফরয়ার্ড: ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামরিক, ব্রুনো পেটকোভিচ, মিসলাভ ওরসিক, আন্তে বুদিমির, মার্কো লিভাজা।

মরক্কো বিশ্বকাপ দল:

গোলরক্ষক: বোনো, মুনির এল কাজুই, আহমেদ তাগনাউতি।

ডিফেন্ডার: নায়েফ আগুয়ের্দ, ইয়াহিয়া আত্তিয়াত আল্লা, বদর বেনুন, আশরাফ দারি, জাওয়াদ এল ইয়ামিক, আশরাফ হাকিমি, নুসাইর মাজরাউই, রোমেন সাইস।

মিডফিল্ডার: সোফিয়ান আমরাবাত, সেলিম আমাল্লাহ, বিলাল এল খানৌস, ইয়াহিয়া জাবরানে, আজেদিন ওনাহি, আবদেলহামিদ সাবিরি।

ফরওয়ার্ড: জাকারিয়া আবুখলাল, সোফিয়ান বাউফল, ইলিয়াস চেয়ার, ওয়ালিদ চেদিরা, ইউসেফ এন-নেসিরি, আবদে ইজ্জালজৌলি, আবদেররাজাক হামদাল্লাহ, আমিনে হারিত, হাকিম জিয়েচ।

গ্রুপ ‘জি”:

ব্রাজিল বিশ্বকাপ দল:

গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডারসন, ওয়েভারটন।

ডিফেন্ডার: দ্যানি আলভেজ, ড্যানিলো, অ্যালেক্স সান্দ্রো, অ্যালেক্স তেল্লেস, ব্রেমার, এডার মিলিতাও, মারকুইনহস, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, এভারটন রিবেরো, ফ্যাবিনহো, ফ্রেড, লুকাস পাকেতা।

ফরওয়ার্ড: অ্যান্তনি, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, নেইমার, পেদ্রো, রাফিনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিচিয়াস জুনিয়র।

ক্যামেরুন বিশ্বকাপ দল:

গোলরক্ষক: আন্দ্রে ওনানা, ডেভিস এপাসি, সাইমন এনগাপান্ডুয়েটনবু।

ডিফেন্ডার: জিন-চার্লস ক্যাসটেলেত্তো, এনজো ইবোসে, কলিন্স ফাই, অলিভিয়ের এমবাইজো, নুহু তোলো, নিকোলাস এনকোলো, ক্রিস্টোফার উহ।

মিডফিল্ডার: অলিভিয়ের এনচাম, গেইল ওনডুয়া, মার্টিন হংলা, পিয়েরে কুন্ডে, স্যাসুয়েল ওম গুয়েট, আন্দ্রে-ফ্র্যাঙ্ক জাম্বো অ্যাঙ্গুইসা, জেরোম এনগম।

ফরওয়ার্ড: নিকোলাস এনগামেলু, ক্রিস্টিয়ান বাসোগগ, ব্রায়ান এমবেউমো, জর্জেস-কেভিন এনকাউডু, জিন-পিয়েরে এনসামে, ভিনসেন্ট আবুবাকার, কার্ল টোকো-একাম্বি, এরিক ম্যাক্সিম চুপো-মোটিং, সোয়াইবু মারু।

সার্বিয়া বিশ্বকাপ দল:

গোলরক্ষক: মার্কো দিমিত্রোভিচ, প্র্রেড্রাগ রাজকোভিচ, ভাঞ্জা মিলিনকোভিচ-সাভিচ।

ডিফেন্ডার: স্টিফান মিত্রোভিচ, নিকোলা মিলেনকোভিচ, স্ট্রাহিনজা পাভলোভিচ, মিলোস ভেলজকোভিচ, ফিলিপ ম্লাদেনোভিচ, স্ত্রাহিনজা এরকোভিচ, এসদান বাবিক।

মিডফিল্ডার: নেমানজা গুডেলজ, সার্জেজ মিলিনকোভিচ-সাভিচ, সাসা লুকিক, মার্কো গ্রুজিক, ফিলিপ কোস্টিক, উরোস রেসিক, নেমাঞ্জা মাকসিমোভিচ, ইভান ইলিক, আন্দ্রিজা জিভকোভিচ, ডার্কো লাজোভিচ।

ফরওয়ার্ড: দুসান টাডিচ, আলেকজান্ডার মিত্রোভিচ, দুসান ভøাহোভিচ, ফিলিপ জুরিসিক, লুকা জোভিচ, নেমাঞ্জা রাডোনজিক

সুইজারল্যান্ড বিশ্বকাপ দল:

গোলরক্ষক: গ্রেগর কোবেল, ইয়ান সোমার, জোনাস ওমলিন, ফিলিপ কোহন।

ডিফেন্ডার: ম্যানুয়েল আকানজি, ইরে কমার্ট, নিকো এলভেদি, ফ্যাবিয়ান শার, সিলভান উইডমার, রিকার্ডো রদ্রিগেজ, এডিমিলসন ফার্নান্দেস।

মিডফিল্ডার: মিশেল এবিশার, জেদ্রান শাকিরি, রেনাতো স্টেফেন, গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া, ফ্যাবিয়ান ফ্রেই, রেমো ফ্রুলার, নোয়া ওকাফোর, ফ্যাবিয়ান রাইডার, আরডন জাশারি।

ফরওয়ার্ড: ব্রিল এম্বোলো, রুবেন ভার্গাস, জিব্রিল সো, হ্যারিস সেফেরোভিক, ক্রিস্টিয়ান ফ্যাসনাখট।

গ্রুপ ‘এইচ’:

উরুগুয়ে বিশ্বকাপ দল:

গোলকিপার: ফার্নান্দো মুসলেরা, সার্জিও রোচেট, সেবাস্তিয়ান সোসা।

ডিফেন্ডার: রোনাল্ড আরাজু, সেবাস্টেইন কোটস, মার্টিন ক্যাসেরেস, গুইলারমো ভারেলা, ম্যাতিয়াস ভিনা, ম্যাথিয়াস অলিভেরা, হোসে মারিয়া গিমিনেজ, ডিয়েগো গডিন, হোসে লুইস রদ্রিগেজ।

মিডফিল্ডার: লুকাস তোরেরা, ম্যাতিয়াস ভেচিনো, রদ্রিগো বেন্তাঙ্কুর, ম্যানুয়েল উগার্তে, জর্জিয়ান ডি আরাসকায়েটা, নিকোলাস দে লা ক্রুজ, ফেডেরিকো ভালভার্দে, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, অগাস্টিন ক্যানোবিও, ফ্যাকুন্ডো তোরেস।

ফরওয়ার্ড: লুইস সুয়ারেজ, ডরিন নুনেজ, ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, এডিনসন কাভানি।

পর্তুগাল বিশ্বকাপ দল:

গোলরক্ষক: ডিয়েগো কস্টা, হোসে সা, রুই প্যাট্রিসিও।

ডিফেন্ডার: ডিয়েগো ডালোট, হোয়াও ক্যানসেলো, ড্যানিলো পেরেরা, পেপে, রুবেন দিয়াজ, অ্যান্তোনিও সিলভা, নুনো মেন্ডিস, রাফায়েল গুরেরো।

মিডফিল্ডার: হোয়াও পালহিনহা, রুবেন নেভেস, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ, হোয়াও মারিও, ম্যাথিউস নুনেস, ভিতিনহা, উইলিয়াম কারভালহো, ওটাভিও।

ফরওয়ার্ড: ক্রিস্টিয়ানো রোনালদো, হোয়াও ফেলিক্স, রাফায়েল লিয়াও, রিকার্ডো হোর্তা, গঞ্জালো রামোস, আন্দ্রে সিলভা

দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ দল:

গোলরক্ষক: কিম সেউং-গিউ, জো হিওন-উ, সং বাম-কেউন।

ডিফেন্ডার: কিম মিন-জে, কিম ইয়ং-গুওন, কওন কিয়ং-ওন, চো ইউ-মিন, কিম মুন-হোয়ান, ইউন জং-গিউ, কিম তাই-হোয়ান, কিম জিন-সু, হং চুল।

মিডফিল্ডার: জং উ-ইয়ং, সন জুন-হো, পাইক সেউং-হো, হোয়াং ইন-বিওম, লি জায়ে-সুং, কওন চ্যাং-হুন, জিওং উ-ইয়ং, লি কাং-ইন, সন হিউং-মিন, হোয়াং হি- চ্যান, না সাং-হো, গান মিন-কিউ।

ফরওয়ার্ড: হোয়াং উই-জো, চো গুয়ে-সুং।

ঘানা বিশ্বকাপ দল:

গোলরক্ষক: লরেন্স আতি, দানলাদ ইব্রাহিম, মানাফ নুরুদিন।

ডিফেন্ডার: জোসেফ আইদু, ড্যানিয়েল আমর্তে, বাবা রহমান, আলেকজান্ডার ডিজিকু, তারিক ল্যাম্পটে, গিডিয়ন মেনসাহ, ডেনিস ওডোই, মোহাম্মদ সালিসু, আলিদু সেইদু।

মিডফিল্ডার: আন্দ্রে আয়েউ, মোহাম্মদ কুদুস, ড্যানিয়েল-কফি কায়েরেহ, এলিশা ওউসু, থমাস পার্টি, সালিস আবদুল সামেদ।

ফরওয়ার্ড: ড্যানিয়েল আফ্রিই, জর্ডান আয়েউ, ওসমান বুকারি, ইসাহাকু আবদুল ফাতাউ, অ্যান্তোইন সেমেনিও, কামাল সোওয়াহ, কামালদিন সুলেমানা, ইনাকি উইলিয়ামস।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.